আইসিডিডিআরবি ও প্রাণ-আরএফএলের চুক্তি
আইসিডিডিআরবি ও প্রাণ-আরএফএল গ্রুপের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী আরএফএল আইসিডিডিআরবিকে ২০০টি বিশেষ কনটেইনার দেবে। নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ করতে আইসিডিডিআরবি ঢাকা শহরের বিভিন্ন স্থানে এসব কনটেইনার স্থাপন করবে। রাজধানীর মহাখালীতে আইসিডিডিআরবির প্রধান কার্যালয়ে আরএফএলের পরিচালক আর এন পল এবং আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক জন ডি ক্লেমেনস চুক্তিপত্রে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি। সূত্র - প্রথম আলো
Posted Under : Health News
Viewed#: 20
আরও দেখুন.

